Uncategorized

খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

| October 21, 2023

খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে জাবের আলী মোল্ল্যা নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) রূপসা উপজেলার ঘাটভোগের পুটিমারী এলাকার এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, জাবের আলী মোল্ল্যা কৃষি কাজে বিদ্যুৎ সংযোগ দেয়। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্থানীয়রা জাবেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত সিরাজুল ইসলাম জানান, বিদ্যুৎপৃষ্টে এক যুবক মারা গেছেন। সুরতহাল করার পর নিহতের পরিবারের অভিযোগ না থাকায় এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের হয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply