যশোর

যশোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

| October 23, 2023

যশোরের কেশবপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে বকে যুবকের মৃত্যু হয়েছে।

নিহতের নাম নুরুন্নবী (৩০)। এ ঘটনায় বিজয় রায় (৩২) নামে এক যুবক আহত হয়েছেন।

রবিবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার নোয়াপাড়া-চুকনগর ভায়া কলাগাছি সড়কের সুফলাকাটি ব্রিজে এ ঘটনা ঘটে।

নুরুন্নবী যশোর সদর উপজেলার কুয়াদা কামালপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে এবং আহত বিজয় রায় একই গ্রামের কার্তিক রায়ের ছেলে।

আহত বিজয় রায় জানান, তার বন্ধু নুরুন্নবীকে নিয়ে বিজয় রায় কেশবপুরে বিভিন্ন পূজা মণ্ডপে পূজা দেখতে আসেন। সারাদিন পূজা মণ্ডপ ঘুরে রাতে মোটরসাইকেলে বাড়িতে ফেরার সময় নোয়াপাড়া-চুকনগর ভায়া কলাগাছি সড়কের সুফলাকাটি ব্রিজে পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এ সময় ব্রিজের রেলিংয়ের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে ঘটনাস্থলে নুরুন্নবী নিহত হন। স্থানীয়রা বিজয় রায়কে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply