বাগেরহাটে ফকিরহাট উপজেলার বেতাগা এলাকায় মামা বাড়ি বেড়াতে এসে পুকুরে গোসলে নেমে মোস্তফা মোল্লা (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
সোমবার (৬ নভেম্বর) বিকেলে বেতাগা ইউনিয়নের চাতকপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
মোস্তফা মোল্লা বাগেরহাটের কচুয়া উপজেলার বিলকুল কাঠালতলা এলাকার নজরুল ইসলাম মোল্লার ছেলে।
ফকিরহাট উপজেলার বেতাগা চাতকপুর গ্রামে মামা রুহুল আমীন মোল্লার বাড়িতে বেড়াতে যায়। বিকেলের দিকে সে একা পুকুরের গোসলে নেমে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যার দিকে পুকুরেই ভাসমান অবস্থায় মোস্তফার মরদেহ উদ্ধার করা হয়।
বাগেরহাটে ৬ গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আটক
মামা রুহুল আমীন জানান, তার ভাগনে মোস্তফা সাতার জানতো না। একা একা পুকুরে গিয়ে গোসলে নেমে সে আর উঠতে পারে নাই। গোসল থেকে সে ফিরে না আসায় বাড়ির লোকজন তাকে খুঁজতে পুকুরে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
ফকিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম বলেন, পানিতে ডুবে এক তরুণের মৃত্যু খবর পেয়ে থানা থেকে পুলিশ অফিসার গিয়ে লাশের সুরতহাল করে লাশ স্বজনদের কাছে হস্তান্ত করা হয়েছে।
স্বাআলো/এস