চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে শাহিনুর রহমান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
তিনি উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের আবু বকরের ছেলে।
শনিবার (১২অক্টোবর) চাঁদপাড়া গ্রামস্থ ফাঁসতলা মোড় সংলগ্ন নিজের নির্মাণাধীন বসতবাড়িতে বিদ্যুতের কাজ করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটে এই ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শাহিনুরের নির্মাণাধীন বসতবাড়ির সামনের দোকানের ভিকটিমের চাচাতো ভাই মিল্টন বিষয়টি বুঁঝতে পেয়ে ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষা শেষে ভিকটিমকে বিকাল ৪টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে ভিকটিমের লাশটি চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্বাআলো/এস