কুষ্টিয়ায় গণপিটুনিতে যুবকের মৃত্যু

কুষ্টিয়ার মিরপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে জাহাঙ্গীর আলম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের নতুন সুতাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কেদারনগর গ্রামের বাসিন্দা।

তার বিরুদ্ধে ছয়টি চুরির মামলা রয়েছে বলে নিশ্চিত করেছেন মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল আজিজ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ২টার দিকে মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের নতুন সুতাইল গ্রামের আমিরুলের ঘরে একটি সংঘবদ্ধ দল চুরি করার সময় বাড়ির লোকজন দেখতে পেয়ে যায়। এ সময় চোর চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন পরিবারের লোকজনের চিৎকারে স্থানীয় বাসিন্দারা নতুন পাড়াডাঙ্গা মাঠের ভেতর থেকে জাহাঙ্গীরকে ধরে ফেলে। পরে তাকে গণপিটুনি দেয়া হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাড়ির মালিক আমিরুল ইসলাম বলেন, বাড়ির কাজ চলছে। তাই দরজা-জানালা এখনো দেওয়া হয়নি। সেই সুযোগে ঘুমিয়ে থাকা অবস্থায় গতকাল রাতে তিন-চারজন বাড়িতে চুরি করার জন্য ঢুকেছিলো। চুরি করে পালানোর সময় দেখতে পেয়ে তাদের ধাওয়া দেয়া হয়। বাকিরা পালিয়ে গেলেও এক চোর স্থানীয় জনগণের হাতে ধরা পড়ে। এ সময় গণপিটুনিতে তার মৃত্যু হয়। পালিয়ে যাওয়া চোরেরা আমার বাড়ি থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে গেছে।

আমবাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সজীব আহমেদ বলেন, থানায় খবর দেয়ার পর পুলিশ ঘটনাস্থলে আসে। তারা বিষয়টি তদন্ত করছে।

মিরপুর থানা পুরিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল আজিজ বলেন, চুরির অভিযোগে স্থানীয় জনগণের পিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। তার ভাই ঘটনাস্থলে আসছেন। ভাইয়ের সঙ্গে কথা বলে জানতে পেরেছি নিহত ব্যক্তির বিরুদ্ধে চুরিসহ একাধিক মামলা রয়েছে। ঘটনার তদন্ত চলছে। এরপর ব্যবস্থা নেয়া হবে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

অবৈধ বিদেশি নাগরিকদের জন্য সময়সীমা বেঁধে দিলো সরকার

অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের ২০২৫ সালের ৩১ জানুয়ারির...

অবৈধ অনুপ্রবেশ: বেনাপোল সীমান্তে আটক ১৭

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির...

বিয়েতে বিশ্বাসী নন, সম্পর্ক ও রোমান্স করতে চান নায়িকা

তারকাদের প্রেম-বিয়ে সবসময়ই ভক্ত-অনুরাগীদের কাছে আলোচ্য বিষয়। তারকারাও তাদের...

নিখোঁজের একদিন পর বৃদ্ধের লাশ মিললো পুকুরে

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার বেগমগঞ্জ উপজেলা থেকে এক বৃদ্ধের...