খুলনা বিভাগ

সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

| November 20, 2024

সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সাইদুল ইসলাম (৩৩) এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মানষ কুমার মন্ডল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সাইদুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহরের শহর আলীর ছেলে। তিনি সাতক্ষীরা শহরের ভ্যারাইটি স্টোরের কর্মচারী ছিলেন।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, সাইদুল ইসলাম শরীরে জ্বর নিয়ে ১৮ নভেম্বর বিকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। বুধবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

সূত্রে আরো জানা যায়, ডেঙ্গু আক্রান্ত হয়ে সাতক্ষীরায় এই প্রথম কারো মৃত্যু হলো। চলতি মাসে এ পর্যন্ত ডেঙ্গু উপগর্স নিয়ে ৫৩ জন ভর্তি হয়। এদের মধ্যে বর্তমানে সাতজন ভর্তি রয়েছে। বাকীরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাআলো/এস

Debu Mallick