মাগুরায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

0
38

লিটন ঘোষ জয়, মাগুরা: মাগুরার শ্রীপুর উপজেলায় দ্রুতগতির মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সাব্বির (২৭) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) গুরুতর আহত অবস্থায় ফরিদপুর নেয়ার পথে অ্যাম্বুলেন্সেই তিনি মারা যান।

নিহত সাব্বির শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের সোনাতুন্দী গ্রামের প্রয়াত ইকরামুল বিশ্বাস দুলুর ছোট ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাব্বির মঙ্গলবার বিকেল ৩টার দিকে নিজের মোটরসাইকেলে করে বন্ধু ইমনকে আনতে বাড়ি থেকে ওয়াপদা বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হন। পথে ওয়াপদা-লাঙ্গলবাঁধ সড়কের কমলাপুর কলেজের সামনে পৌঁছালে দ্রুতগতির কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খান।

এতে সাব্বির গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

পরিবারের সদস্যরা একটি অ্যাম্বুলেন্সে করে তাকে ফরিদপুরে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু পথেই মঙ্গলবার বিকাল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে সাব্বিরের মৃত্যু হয়। তার এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মাগুরা শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী মোটরসাইকেল দুর্ঘটনায় ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বাআলো/এস