নিজস্ব প্রতিবেদক: যশোরের ভৈরব নদীতে ডুবে মোবারক (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) শহরের বারান্দি মোল্লাপাড়া মালোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোবারক বারান্দি মোল্লাপাড়া মালোপাড়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।
যশোরে মাদক মামলায় আবুলের যাবজ্জীবন
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মোবারক প্রকৃতির ডাকে সাড়া দিতে ভৈরব নদীর পাড়ে গেলে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। পরে বাড়ির লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়রা আরো জানান মোববারক একজন মৃগী রোগী।
স্বাআলো/এস