খুলনা বিভাগ

যশোরে বজ্রপাতে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক | October 1, 2025

যশোরের কেশবপুরে বুধবার (১ অক্টোবর) মাছের ঘেরে কাজ করার সময় বজ্রপাতে শামিম হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

তিনি উপজেলার পাঁজিয়া ইউনিয়নের বেলকাটি গ্রামের আবু সাঈদ সরদারের ছেলে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শামিম হোসেন প্রতিদিনের মতো সাগরদত্তকাটি গ্রামের আমতলা এলাকায় একটি মৎস্য ঘেরে কাজ করছিলেন। সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসে এবং আকস্মিক বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের সময় শামিম গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

স্থানীয় উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শামিম দীর্ঘদিন ধরে মাছ চাষের সঙ্গে যুক্ত ছিলেন এবং তার উপার্জনেই পরিবার চলতো। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, স্ত্রী এবং তিন বছরের এক শিশুপুত্রকে রেখে গেছেন।

পরিবারের সদস্যরা এই আকস্মিক বিয়োগে শোকে স্তব্ধ। এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ শামিমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সম্প্রতি বজ্রপাত একটি বড় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে দেখা দিয়েছে, যা প্রতি বছর অসংখ্য প্রাণ কেড়ে নিচ্ছে। এ বিষয়ে আরও সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।

স্বাআলো/এস

Shadhin Alo