অভিনেত্রী হিমুর মৃত্যু ঘিরে রহস্য, শরীরে রয়েছে আঘাতের চিহ্ন

অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যুকে ঘিরে রহস্যের জন্ম নিয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকালে এই শিল্পীকে উত্তরার আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মুহূর্তেই হাসপাতাল থেকে পালিয়ে যান তার প্রেমিক। এছাড়া অভিনয় শিল্পী সংঘ জানিয়েছে, অভিনেত্রীর শরীরে আঘাতের চিহ্নও রয়েছে।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান একটি পোস্ট দেন।

সংগঠনটির পক্ষে থেকে তিনি লিখেছেন, অভিনয়শিল্পী হুমায়রা হিমু আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। আজ বিকাল ৪টা ৪৬ মিনিটে হিমুর একজন বন্ধু ও মিহির হাসপাতালে তাকে নিয়ে আসেন। পৌঁছানোর পর উপস্থিত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার গলায় হালকা দাগ দেখতে পাওয়ায় ডাক্তার পুলিশ ডাকেন। পুলিশ ডাকাতে সেই বন্ধু চলে গেলে এখন পুলিশ তাকে খুঁজছে। মৃত্যুর কারণ পোস্টমর্টেম রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে।

তিনি আরো বলেন, অভিনয় শিল্পী সংঘের প্রতিনিধিগণ হাসপাতালে উপস্থিত আছেন। হাসপাতাল এবং দাফনসহ যাবতীয় প্রয়োজনীয় প্রক্রিয়া সবকিছু অভিনয়শিল্পী সংঘ সম্পন্ন করবে।

এদিকে অভিনেত্রী উত্তরার নিজ বাসায় আত্মহত্যা করেছেন বলেও খবর ছড়িয়েছে। তবে এ বিষয়ে এখনো কেউ নিশ্চিত করেনি।

শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম বলেন, আত্মহত্যা নাকি হত্যা এখনই বলা যাচ্ছে না।অ বিকালে হিমুকে হাসপাতালে নিয়ে যায় তার ছোট বোন মিহির ও প্রেমিক। হাসপাতালে নেয়ার পর ডাক্তার মৃত্যু ঘোষণা করেন। কর্তব্যরত ডাক্তার পুলিশ কল করলে তার প্রেমিক হিমুর ফোন নিয়ে পালিয়ে যায়।

স্বাআলো/এসএ

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বিএসপির সাহিত্য সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর এর ২৪৫...

ফের পরীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন রাজের

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের...

বেনাপোল কাস্টমসের অভিযানে অবৈধ পণ্যর ট্রাক আটক

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল বন্দরের ৩৫ নম্বর...

কুয়াশায় নিরাপদে গাড়ি চালাতে ৪ নির্দেশনা

ঘন কুয়াশার কারণে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। এ অবস্থায়...