আজাদুল হক, বাগেরহাট: জেলার মোল্লাহাট উপজেলায় মোসলেম মোল্লা (৭৫) নামের একজন অসুস্থ বৃদ্ধের ভুলবশতঃ কীটনাশক পানে মৃত্যু হয়েছে।
নিহত মোসলেম মোল্লা উপজেলার চুনখোলা ইউনিয়নের সিংগাতি গ্রামের মৃত আব্দুস সালাম মোল্লার ছেলে।
বাগেরহাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আশরাফুল আলম বলেন, বৃদ্ধ মোসলেম মোল্লা ভুলবশতঃ কীটনাশক পান করে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে নিজ বাড়িতে মারা যায়। এর আগে সোমবার সকালে অসুস্থ বৃদ্ধ মোসলেম মোল্লা তার নিজের ওষুধ সেবন করতে গিয়ে ভুলবশতঃ কীটনাশক পান করে আরো অসুস্থ হয়ে পড়ে। এ অবস্থায় বাড়ির লোকেরা বুঝতে পেরে তাকে গোপালগঞ্জ হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়ে একটু সুস্থতাবোধ করলে বাড়িতে নিয়ে আসে। এক পর্যায়ে পরের দিন মোসলেম মোল্লা নিজ বাড়িতে মারা যায়।
খবর পেয়ে থানা পুলিশ ওই বাড়িতে গিয়ে বৃদ্ধের লাশের সুরতহাল করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে।
স্বাআলো/এস