চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় মোটরসাইকেল ধাক্কায় বজলুর রহমান ওরফে বজে (৬৫) এক বৃদ্ধ মারা গেছেন।
তিনি উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের পুড়াপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
শুক্রবার (২১ জুন) খুলনা মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ রিপোর্ট লেখার সময় সন্ধ্যা সাড়ে সাতটায় খুলনা থেকে তার লাশ বাড়িতে নেয়ার প্রস্তুতি চলছিলো।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ১৩ জুন রাত ৮টার দিকে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের সাহাপুর গ্রাম থেকে সাহাপুরনগরবর্ণি টু পুড়াপাড়া সড়ক হয়ে বাইসাইকেলে চড়ে নিজের বাড়ি পুড়াপাড়া গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে সড়কের জলিলের মোড় নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে স্বজোরে ধাক্কা দেয়। এতে তিনি পিচ রাস্তার উপর পড়ে গুরুতর আহত হন। পরে রাস্তায় পড়ে থাকতে দেখে পথচারীরা উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন। যশোরে দুইদিন চিকিৎসাধীন থাকার পরে ভিকটিমের শারীরিক অবস্থা আরো অবনতি হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়।
চৌগাছায় গরু কিনতে হাটে গিয়ে অজ্ঞান পার্টির খপ্পরে যুবক
এ রিপোর্ট লেখার সময় সন্ধ্যা সাড়ে ৭টায় তার লাশ খুলনা মেডিকেল থেকে নিজ বাড়িতে নেয়ার প্রস্তুতি চলছিলো।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্বাআলো/এস