করোনা ভাইরাস

যশোরে করোনা আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক | June 29, 2025

যশোরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮২ বছর বয়সী গোলাম রহমান নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ জুন) সন্ধ্যায় তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে এবং একই দিন রাতেই তিনি মারা যান।

পরিবার সূত্রে জানা গেছে, গোলাম রহমান অসুস্থ বোধ করলে যশোরের ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। শনিবার সন্ধ্যায় তার র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার ফলাফলে রিপোর্ট ‘পজিটিভ’ আসে, যা নিশ্চিত করে যে তিনি করোনাভাইরাসের সক্রিয় সংক্রমণে ভুগছিলেন।

যশোরে করোনা আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু

ইবনে সিনার বায়োকেমিস্ট নাইমুর রহমান এই পরীক্ষাটি করেন।

রিপোর্টে উল্লেখ করা হয়, করোনা সংক্রমণের প্রাথমিক লক্ষণ দেখা দেয়ার পাঁচদিনের মধ্যেই এই অ্যান্টিজেন পরীক্ষা সবচেয়ে কার্যকর। তবে, এ ধরনের পজিটিভ ফলাফলের পর রোগীর ক্লিনিক্যাল ইতিহাস, অন্যান্য লক্ষণ ও প্রয়োজন অনুযায়ী আরটি-পিসিআর পরীক্ষার সুপারিশ করা হয়।

করোনা শনাক্তের প্রতিবেদন পাওয়ার পর গোলাম রহমান শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন এবং একই দিন রাতেই তিনি মারা যান বলে পরিবার জানিয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo