খুলনা বিভাগ

চৌগাছায় ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

| February 26, 2025

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় ইটভাটার ট্রাকের ধাক্কায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে হাসিনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের আন্দুলিয়া গ্রামের শফিউদ্দিনের স্ত্রী।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার ভারত সীমান্তবর্তী গ্রাম আন্দুলিয়া-পুড়াপাড়া সড়কের ইউসুফ মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধার মেয়ে চৌগাছা শহরের ডিভাইন গার্মেন্টস লিমিটেডে চাকরি করেন। মেয়ের দুধের শিশুকে পরিচর্যার জন্য তিনিও প্রতিদিন মেয়ে-নাতির সাথে গার্মেন্টসে যান। প্রতিদিনের মতো বুধবার আন্দুলিয়া গ্রাম হতে ইজিবাইকে চৌগাছা শহরের ডিভাইন গার্মেন্টসে যাওয়ার সময় চৌগাছা থানাধীন পুড়াপাড়া-আন্দুলিয়া সড়কের চুলকানির বাজার থেকে ১৫০ গজ সামনে ইউসুফ মোড় নামক স্থানে পৌছালে বিপরীত থেকে আসা একটি ইট ভাটার ট্রাক ইজিবাইককে মুখোমুখি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ধাক্কায় ইজিবাইকের যাত্রী হাসিনা বেগম ছিটকে রাস্তার উপর পড়ে মাথায় আঘাত লেগে গুরুতর আহত হন।

স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করে তাকে চৌগাছা উপজেলা হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্বাআলো/এস

Shadhin Alo