ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আত্মহত্যার একটি গুজব দ্রুত ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে এই তথ্যটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে প্রমাণিত হয়েছে।
প্রায় এক দশকের বেশি সময়ে শতাধিক সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন অপু বিশ্বাস। চলচ্চিত্রের পাশাপাশি তিনি বিজ্ঞাপনচিত্রে মডেলিং করেছেন এবং বর্তমানে প্রযোজনা ও ব্যবসাতেও মনোনিবেশ করেছেন।
সম্প্রতি ফেসবুকে ‘চিত্রনায়িকা অপু বিশ্বাস গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন’ শীর্ষক একটি তথ্য ছড়িয়ে পড়লে বিভ্রান্তির সৃষ্টি হয়। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গেছে, এই দাবি কোনো বাস্তব তথ্যের ওপর ভিত্তি করে তৈরি হয়নি।
শাকিবকে বিয়ের পর ধর্ম পরিবর্তন নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস
রিউমর স্ক্যানার জানিয়েছে, গুজবটি মূলত ‘news6angla.site’ নামের একটি সন্দেহজনক ব্লগসাইট থেকে উৎপত্তি হয়েছে। ব্লগস্পট প্ল্যাটফর্মে তৈরি এই অননুমোদিত ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, রাজধানীর মিরপুর এলাকায় ‘অপু’ নামের এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।
সাংবাদিক ও পুলিশের সূত্রে জানা গেছে, মিরপুরে মৃত ব্যক্তিটি একজন গার্মেন্টস কর্মী এবং তার মৃত্যুর ঘটনাটি তদন্তাধীন রয়েছে। স্পষ্টতই, এই ঘটনার সঙ্গে চিত্রনায়িকা অপু বিশ্বাসের কোনো সম্পর্ক নেই।
অন্যদিকে, অপু বিশ্বাসের বিষয়ে দেশের কোনো প্রধান সংবাদমাধ্যম কিংবা তার ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম পেজেও এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি।
বিশ্লেষকরা বলছেন, ফ্রি ডোমেইনের ব্লগসাইট ব্যবহার করে এ ধরনের ভুয়া সংবাদ ছড়ানোর প্রবণতা গত কয়েক মাস ধরে বাড়ছে। এটি বিভ্রান্তি সৃষ্টি এবং জনমনে আতঙ্ক ছড়ানোর একটি কৌশল। রিউমর স্ক্যানারের ইনভেস্টিগেশন ইউনিট ইতোমধ্যে এই ধরনের সাইট ও তাদের পিছনের কৌশল নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
এমতাবস্থায়, গণমাধ্যম ও সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অবিশ্বাস্য কোনো সূত্রে পাওয়া তথ্যের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে এবং যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্যকে বিশ্বাস বা শেয়ার না করতে।
স্বাআলো/এস