মিলন হোসেন, বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে ভারতে যাওয়ার সময় নুর ইসলাম নামে এক বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীর মৃত্যু হয়েছে।
তিনি বাংলাদেশ ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে ভারতে প্রবেশের জন্য নৌম্যানসল্যানডে অপেক্ষা করছি।
শনিবার (৩০ মার্চ) তার মৃত্যু হয়। তার বাড়ি যশোর কোতোয়ালী থানার বকচর এলাকার গোলাম রসুলের ছেলে। পাসপোর্ট নংঃA01131727।
যশোরে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে অর্ধেক দামে খাদ্য সামগ্রী বিক্রি
এদিকে অনেকেই অভিযোগ করেন বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় বাংলাদেশ ইমিগ্রেশন ও কাস্টমসের কার্যক্রম তাড়াতাড়ি শেষ হলেও ভারতীয় ইমিগ্রেশন ও কাস্টমস ইচ্ছা মতো তারা কাজ করে। এ কারণে নৌম্যানসল্যানডে খোলা আকাশের নিচে ঘন্টা পর ঘন্টা দাড়িয়ে থাকতে হয়। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় মাঝে মাঝে সেদেশের বর্ডার বাহিনী বিএসএফ লাঠি নিয়ে এসে চোখ গরম দিতে থাকে আর বলে লাইন কোনো রকম নাড়াচাড়া হলে খবর আছে।
যশোরে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৩
এতে করে মানুষের মাঝে ভয়ভীতি কাজ করে থাকে। অনেকের সাথে থাকা বাচ্চারা লাঠি দেখে চিৎকার করে কান্না কাটি করতে থাকে। যে সমস্ত বাংলাদেমিরা ভিসা নিয়ে ভারতে যান তারা যে তাদের কাছে অসহায় হয়ে পড়েছে।
ভুক্তভোগী পাসপোর্ট যাত্রীরা দুদেশের হাইকমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান বিশ্বাস।
স্বাআলো/এস