লালমনিরহাটের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ভাইকে বাঁচাতে গিয়ে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুইজন, সম্পর্কে যারা চাচা ও ভাতিজা হন, তারা গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী বাকালিটারী গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন ওই উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী বাকালিটারী গ্রামের এলাহী বকসের ছেলে নুর ইসলাম (৫৫) এবং দেলোয়ার হোসেন (৪৩)। আহতরা হলেন- তাদের ছোট ভাই ইয়াছিন আলী (৩৮) ও চাচা সিরাজুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে নুর ইসলাম তাদের বাড়ির পাশে সেচ পাম্পে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন। তার চিৎকার শুনে ছোট ভাই দেলোয়ার হোসেন তাকে বাঁচাতে ছুটে যান এবং তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে পড়েন। এই খবর পেয়ে তাদের আরেক ভাই ইয়াছিন আলী এবং চাচা সিরাজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করার চেষ্টা করলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন এবং আটকে যান।
পরে স্থানীয় এলাকাবাসী খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে চারজনকেই গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। তাদেরকে তাৎক্ষণিকভাবে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা নুর ইসলাম ও দেলোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। তাদের ছোট ভাই ইয়াছিন আলী এবং চাচা সিরাজুল ইসলামকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা উপ-সহকারী মেডিকেল অফিসার ওমর ফারুক জানান, হাসপাতালে আনার আগেই দুই ভাই মারা গিয়েছিলেন। আহত অপর দু’জনের চিকিৎসা চলছে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্বাআলো/এস