জেলা প্রতিনিধি, ঝিনাইদহ: জেলার সদর উপজেলার দক্ষিণ দুর্গাপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমির হামজা নামে এক ছয় বছরের শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুন) এ দুর্ঘটনা ঘটে।
আমির হামজা দুর্গাপুর গ্রামের পিকুল শেখের ছেলে।
বাগেরহাটে বজ্রপাতে ২ জন ও বিদ্যুৎস্পৃষ্টে ১ জন নিহত
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির আঙিনায় খেলা করছিলো আমির হামজা। এ সময় বাড়িতে ইজিবাইক চার্জে দেয়া ছিলো। খেলা করার সময় ইজিবাইক চার্জে দেয়া বৈদ্যুতিক তারে স্পর্শ লেগে পড়ে যায় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আজগার আলী জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
স্বাআলো/এস