খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা শেষে বাড়ি ফেরার পথে শিবসা নদীতে পড়ে দেবদাস মন্ডল (৫১) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, খুলনা সার্কিট হাউজে সোমবার (১৩ নভেম্বর) শেখ হাসিনার জনসভায় যোগ দেয়ার জন্য সুতারখালী ইউনিয়নের দক্ষিণ নলিয়ান গ্রামের বাসিন্দা দেবদাস মন্ডল এলাকার অন্যদের সাথে লঞ্চযোগে খুলনায় যান এবং জনসভায় যোগদান করেন। সভাশেষে তিনি নেতাকর্মী ও অন্যদের সাথে আবার নির্ধারিত লঞ্চে ওঠেন। রাত ৮টার দিকে লঞ্চটি সুতারখালীর নলিয়ান পল্টুনে ভেড়ে। তখন লঞ্চ থেকে পল্টুনে নামতে গিয়ে পা পিছলে শিবসা নদীতে পড়ে যান। এলাকাবাসী তাৎক্ষণিকভাবে অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেনি।
সুতারখালী ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আলী ফকির জানান, স্থানীয় ক্যাম্পের কোষ্টগার্ড ও ডুবুরীরা চেষ্টা চালিয়েও দেবদাস মন্ডলের কোনো খোঁজ পাওয়া যায়নি। বুধবার (১৫ নভেম্বর) সকালে দেবদাসের লাশ নলিয়ান পল্টন এলাকায় ভেসে ওঠে। নিহতের লাশ এলাকাবাসী ও পরিবারের সদস্যরা শনাক্ত করে পুলিশকে খবর দেয়।
দাকোপ থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্বাআলো/এসএ