জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: জেলার দৌলতপুর উপজেলার গ্রামে জলাশয়ে ডুবে আশিক (১২) নামে মানসিক প্রতিবন্ধী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ জুলাই) বাড়ির পাশে জলাশয়ে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
আশিক দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর কারিতলা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
আশিকের পরিবার ও স্থানীয়রা জানান, আশিক বৃহস্পতিবার সন্ধ্যার আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে সন্ধান চালিয়ে তাকে খুঁজে পাওয়া যায়নি।
শুক্রবার সকাল ৬টার দিকে নিজ বাড়ির পাশে জলাশয়ে তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করেন।
শিশুটি মৃগী রোগেও আক্রান্ত ছিলো বলে পরিবারের লোকজন জানিয়েছেন। অসাবধানতাবশত পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে এলাকাবাসী ও পরিবারের লোকজনের ধারণা।
শিশুটির মৃত্যুর বিষয়ে মরিচা ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জানান, মানসিক প্রতিবন্ধী ও মৃগী রোগে আক্রান্ত আশিক নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। এলাকাবাসী ও পরিবারের লোকজন সকালে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করেছেন।
স্বাআলো/এস