হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৫ বছর বয়সী মালায়লাম অভিনেত্রী প্রিয়া। মৃত্যুর সময় আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন অভিনেত্রী।
ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন ডা. প্রিয়া। সেখানেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। তবে প্রিয়ার বাচ্চা এখনো বেঁচে আছে; তাকে আইসিইউতে রাখা হয়েছে।
মালায়ালাম সিনেমা-টিভির জনপ্রিয় অভিনেতা কিশোর সত্য সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন।
তাতে এ অভিনেতা বলেন, গতকাল হার্ট অ্যাটাকে মারা গেছেন অভিনেত্রী প্রিয়া। তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার বাচ্চাটি আইসিইউতে রয়েছে। প্রিয়ার আর কোনো শারীরিক জটিলতা ছিলো না।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
স্বাআলো/এস