যশোর কেন্দ্রীয় কারাগারে জাহাঙ্গীর কবির (৬৬) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে কারাগার থেকে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার হাসিব মোহাম্মদ আলী হাসান তাকে মৃত ঘোষণা করেন।
জাহাঙ্গীর কবির শহরের কারবালা এলাকার বাসিন্দা। তিনি শহরের এইচএমএম রোডের জনতা সুপার মার্কেটের ব্যবসায়ী ছিলেন। চেক জালিয়াতি মামলায় তিনি কারাগারে ছিলেন।
সাতক্ষীরায় বাসচাপায় ২ যুবকের মৃত্যু
যশোর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মোহাম্মদ আলী হাসান বলেন, বিকেল পৌনে ৪টার দিকে মৃত অবস্থায় কারা কর্তৃপক্ষ তাকে হাসপাতালে নিয়ে আসে। ময়নাতদন্ত শেষ হলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার বলেন, তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
স্বাআলো/এস