জেলা প্রতিনিধি বগুড়া: জেলার আদমদীঘিতে বিদ্যুৎস্পৃষ্টে জীবন চন্দ্র পাল (৫০) নামের এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।
শনিবার (২২ জুন) উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের তারতা গ্রামে এ ঘটনা ঘটে। জীবন চন্দ্র ওই গ্রামের গোপেন্দ্রনাথ পালের ছেলে।
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানায়, শুক্রবার (২১ জুন) বাড়িতে টেলিভিশনে বৈদ্যুতিক সংযোগ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে জীবন চন্দ্র গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বাগেরহাটে বজ্রপাতে ২ জন ও বিদ্যুৎস্পৃষ্টে ১ জন নিহত
তিনি আরো জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
স্বাআলো/এস