খুলনা বিভাগ

নড়াইলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

জেলা প্রতিনিধি, নড়াইল জেলা প্রতিনিধি, নড়াইল | October 8, 2025

নড়াইলের নড়াগাতি উপজেলায় পুকুরের পানিতে ডুবে আপন ভাইবোন তাছলিমা খানম (১৫) এবং কাউছার শেখ (৮) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার খাশিয়াল ইউনিয়নের শিবানন্দপুর গ্রামের দাউদ মীরের বাড়ির পেছনের পুকুর থেকে স্বজন ও এলাকাবাসী তাদের মরদেহ উদ্ধার করে। এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তাছলিমা খানম ও কাউছার শেখ শিবানন্দপুর গ্রামের আজিবার শেখের সন্তান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে তারা কোনোভাবে পুকুরে পড়ে যায় এবং ডুবে যায়। পরিবারের সদস্যরা তাদের নিখোঁজ দেখে খোঁজাখুঁজি শুরু করেন এবং একপর্যায়ে পুকুর থেকে তাদের নিথর দেহ উদ্ধার করেন।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, “ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

একই পরিবারের দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পুরো গ্রামজুড়ে নেমে এসেছে শোকের আবহ। পরিবার ও স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

স্বাআলো/এস

Shadhin Alo