নারায়ণগঞ্জ পুকুরে ডুবে মুনতাসির আহম্মেদ তাসনিম (২) ও হাবিবা (২) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) সোনারগাঁ পৌরসভার ইছাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মুনতাসির ওই গ্রামের মহিউদ্দিনের ছেলে ও হাবিবা আক্তার রুপগঞ্জ উপজেলার গাউসিয়া এলাকার রাজু আহম্মেদের মেয়ে।
নিহতের স্বজনরা জানান, শনিবার দুপুরের দিকে মুনতাসির সাজিন ও হাবিবা আক্তার বাড়ির উঠানে খেলা করছিলো। খেলার ফাঁকে কোনো একসময় বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। তাদের বিভিন্ন জায়গায় খুঁজেও তাদের পাওয়া যায়নি। অবশেষে বাড়ির কাজের লোক পুকুরে ভাসমান অবস্থায় ওই দুই শিশুর মরদেহ দেখতে পান। পুকুর থেকে তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম।
তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্বাআলো/এস