রংপুর ব্যুরো: রংপুর নগরীর ঘাঘট নদীতে গোসল করতে নেমে চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ জুন) নগরীর ১৫ নং ওয়ার্ডের দর্শনা ভুরারঘাট এলাকার ঘাঘট নদীতে গোসল করতে নেমে তাদের মৃত্যু হয়।
নিহতরা হচ্ছে- ভুরারঘাট এলাকার আনিসুল ইসলামের মেয়ে আজমাইন (১১) ও রতন মিয়ার ছেলে জিম (৭)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। আজমাইন স্থানীয় নর্থ বেঙ্গল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির এবং জিম ওই প্রতিষ্ঠানের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম লিডার আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করে। আরো এক শিশুকে জীবিত অবস্থায় পাওয়া যায়।
স্বাআলো/এস