রাজধানীতে অতিরিক্ত মদপানে শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা অফিস: রাজধানীতে অতিরিক্ত মদপানে মাহি রাশীদ দীপ্ত (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ব্রিটিশ কাউন্সিলে ও লেভেলের শিক্ষার্থী ছিলো।

শনিবার (১৩ এপ্রিল) সকাল আটটার দিকে নিউমার্কেট থানার এলিফ্যান্ট রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে।

অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

দীপ্তর বাবা মামুন বলেন, দীপ্ত আমার একমাত্র ছেলে। দীপ্ত হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, হঠাৎ তার বমি শুরু হয়। আগে থেকে তার শ্বাসকষ্ট ছিলো, তাই আমি ইনহেলার কিনে দেই তাতেও কোনও কাজ হয়নি। পরে সকাল নয়টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানায় আমার ছেলে আর বেঁচে নেই। তবে সে মদপান করেছে কিনা সে বিষয়টি বলতে পারছি না।

তিনি বলেন, আমার ছেলে ব্রিটিশ কাউন্সিলে ও লেভেলের ছাত্র ছিলো। আমরা নিউমার্কেট থানার এলিফ্যান্ট রোডে নিজস্ব বাসায় থাকি। আমাদের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানা এলাকায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মাসুদ বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি নিউমার্কেট থানাকে জানিয়েছি। জানতে পেরেছি সে মদপানে মারা গেছে, হাসপাতালের রেজিস্টারে সেটাই লেখা আছে।

 

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

পটুয়াখালীতে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে...

কেউ যেনো মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: জামায়াতে আমির

ছাত্রদের স্যালুট জানানোর ইচ্ছা পোষণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

নড়াইলে ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যা

নড়াইলে চিকিৎসাধীন অবস্থায় এক নারী (৫০) ইউপি সদস্যের মৃত্যু...

ফের বাজার থেকে উধাও সয়াবিন তেল

সয়াবিনের সংকট কাটাতে চলতি মাসের শুরুতে ভোজ্যতেলের দাম বাড়িয়ে...