নিহত কিশোর তুষভান্ডার ইউনিয়নের কাঞ্চনশ্বর দুল্লার বাজার এলাকার ইব্রাহিম আলীর ছেলে।
নিহতের বাবা ইব্রাহিম আলী জানান, শুক্রবার ঝড় শুরু হলে আরাফাত মাঠ থেকে গরু আনতে যায়। এ সময় সে বজ্রপাতে আক্রান্ত হয়ে ক্ষেতে পরে ছিলো। ঝড় শেষে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
স্বাআলো/এস