নিজস্ব প্রতিবেদক: যশোরে হত্যাসহ তিন মামলার আসামি বন্দি হাজতি বিপ্লব হোসেন (২৮) মারা গেছেন।
সোমবার (২৭ মে) যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিপ্লব হোসেন যশোরের বাঘারপাড়া উপজেলার ঘোষনগর গ্রামের বাসিন্দা।
যশোরসহ ১৭ অঞ্চলে ৮০ কি.মি বেগে ঝড় হতে পারে
সোমবার বিপ্লব হোসেন অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় চিকিৎসাধীন অবস্থায় তিনি ভোর ৫টা ৪০ মিনিট মারা যান।
যশোরে বাস উল্টে ও ট্রাকচাপায় ৩ জনের মৃত্যূ
তার বিরুদ্ধে একটি হত্যাসহ তিনটি মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। এ ঘটনায় যশোর কোতোয়ালী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
স্বাআলো/এস