নিজস্ব প্রতিবেদক: যশোরের অভয়নগর উপজেলার জিয়াডাঙ্গা গ্রামে নারকেল গাছ থেকে পড়ে আব্দুল সরদার (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (২২ মে) এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল সরদার পজেলার জিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা।
যশোরে জেলি পুশ করা চিংড়ি জব্দ, জরিমানা
আব্দুল সরদারের ছেলে জাহিদুল ইসলাম জানান, বুধবার তাঁর বাবা বাড়ির পাশের নিজেদের নারকেল গাছে নারকেল পাড়তে ওঠেন। কাঁদি থেকে নারকেলের বোঁটা কাটতে তার কাছে একটি কাঁচি ছিলো। সকাল ৮টার দিকে কাঁদি থেকে নারকেলের বোঁটা কাটার সময় অসাবধানবশত তিনি নারকেল গাছ থেকে নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। পরে সেখান থেকে তাঁকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছিলো। কিন্তু পথেই তিনি মারা যান।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলাম বলেন, নারকেল পাড়তে গাছে উঠে সেখান থেকে পড়ে আব্দুল সরদার মারা গেছেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
স্বাআলো/এস