সাতক্ষীরায় বিদ্যুৎপৃষ্টে কৃষকের মৃত্যু

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুনছুর আলী কাগুচী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) উপজেলার হাজী ব্রিকসের পাশে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক একই এলাকা মৃত আলী বক্স কাগুচীর ছেলে মুনছুর আলী কাগুচী।

নিহতের ছেলে আকবর হোসেন জানান, হাজী ব্রিকসের পাশে তাদের ৪০ শতক জমি নিয়ে ভাটা মালিক মোস্তাক আহমেদের সাথে তাদের দীর্ঘদিনের বিরোধ চলছিল। একারণে তারা নানা সময়ে ফসলের ক্ষতি করে আসছিলো। কিছুদিন আগে আমাদের জমির উপর দিয়ে ভাটায় বৈদ্যুতিক সংযোগের জন্য তার নিয়ে যায়। প্রতিদিনের মত সকালে আব্বা আজও জমিতে কাজ করতে যায়।ওই সময় ভাটার বৈদ্যুতিক তার জমির মধ্যে পড়েছিল। পরে তিনি তার সরাতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।

তিনি অভিযোগ করে আরো বলেন, আমাদের সাথে ভাটা মালিক মোস্তাক আহমেদ, ম্যানেজার ইয়াছিন সহ তার ভাইয়ের জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ রয়েছে। আব্বা তাদের অনেক মামলার স্বাক্ষী ছিলো বলে তারা তাকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এলাকার জনগণ ভাটার অফিস রুমসহ স্কেভেটর (ভেকু) ভাঙচুর করে। এ বিষয়ে অভিযুক্ত ইটভাটা মালিক মোস্তাক আহমেদের সাথে যোগাযোগ করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায় বলে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানোর পর লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরায় পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে।বুধবার (৮ জানুয়ারি)...

মণিরামপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, কিশোর নিহত

যশোরের মণিরামপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিয়াদ হোসেন (১৫)...

হাসপাতালের ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার সদর উপজেলার একটি হাসপাতালের ডিজিটাল...

ফ্রিজ, এসি ও মোটরবাইক উৎপাদনকারীদের কর দ্বিগুণ করলো সরকার

খুচরা যন্ত্রাংশসহ ফ্রিজ, রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনার, কম্প্রেসর ও মোটরবাইক উৎপাদনকারী...