জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলার জীবননগরে কীটনাশক পানে আওলাদ হোসেন (৪৫) নামে এক ভ্যানচালক আত্মহত্যা করেছে।
রবিবার (২৩ জুন) জীবননগর উপজেলার পিচমোড় এলাকায় ঘাস পোড়া কীটনাশক পান করে আত্মহত্যা করেন তিনি। আওলাদ হোসেন সীমান্ত ইউনিয়নের পিচ মোড় এলাকার ইউছুফ আলীর ছেলে।
চুয়াডাঙ্গায় সমকামী বিয়ের অভিযোগে দুই যুবক আটক
স্থানীয়রা জানান, রবিবার মাঠে ধানের ওষুধ দেয়ার জন্য বাড়ি থেকে বের হন তিনি। মাঠের কাজ শেষে বাড়ি ফিরে ভ্যান নিয়ে বাজারে যান। বাজার থেকে ফিরে পরিবারের সদস্যদেরকে জানান সে ঘাস পোড়া কীটনাশক পান করেছে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নিতে বলেন। সেখানে তার শারীরিক অবস্থার কোন উন্নতি না হওয়ায় চিকিৎসক তাকে বাড়ি পাঠিয়ে দেন। বাড়ি ফেরার পর বিকেল ৩ টার সময় তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গায় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ থানা হেফাজতে নেয়া হয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হবে।
স্বাআলোে/এস