স্কুলে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধুর মৃত্যু

তিন বন্ধু একসঙ্গে মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিলো পরীক্ষা দিতে। কিন্তু পথিমধ্যে ইঞ্জিনচালিত করিমনের ধাক্কায় গুরুতর আহত হয় তিন বন্ধু।

পাবনার ঈশ্বরদী উপজেলার বহরপুর এলাকায় সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে তিন বন্ধুরই মৃত্যু হয়। সবশেষ এক বন্ধু মারা যায় বুধবার (৮ নভেম্বর) দিবাগত রাত দুইটায়।

নিহত তিন বন্ধু হলো উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের আখাইল শিমুল গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মিতুল হোসেন (১৫), নওদাপাড়া গ্রামের শিহাব সরদারের সিয়াম সরদার (১৫) ও খয়েরবাড়ি গ্রামের বাচ্চু হোসেনের ছেলে বিশাল হোসেন (১৫)। তারা ঈশ্বরদী সরকারি ভোকেশনাল টেক্সটাইল ইনস্টিটিউটে দশম শ্রেণির ছাত্র ছিলো।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার সকাল ১০টা থেকে ঈশ্বরদী সরকারি ভোকেশনাল টেক্সটাইল ইনস্টিটিউটে দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষা ছিলো। পরীক্ষায় অংশ নিতে তিন বন্ধু বাড়ি থেকে বের হয়। এরপর মোটরসাইল নিয়ে স্কুলের উদ্দেশে রওনা দেয়। সকাল সাড়ে ৯টার দিকে পাবনা-ঈশ্বরদী সড়কের বহরপুর এলাকায় পৌঁছালে একটি ইঞ্জিনচালিত করিমনের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন বন্ধুই গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসকেরা মিতুল হোসেনকে মৃত ঘোষণা করেন। একই সঙ্গে আশঙ্কাজনক অবস্থায় সিয়াম ও বিশালকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার রাত ১২টার দিকে সিয়াম সরদার ও গতকাল বুধবার দিবাগত রাত দুইটার দিকে বিশাল হোসেন মারা যায়।

দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক ও কষ্টকর। তিন বন্ধু একসঙ্গেই চলতো, একসঙ্গেই পড়তো। একে একে তিনজনই চলে গেলো। তিনটি ছেলের এমন মৃত্যু মেনে নেয়ার মতো না।

ঈশ্বরদী সরকারি ভোকেশনাল টেক্সটাইল ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্ট রফিকুল ইসলাম বলেন, তিনজনই আমাদের ছাত্র। অপ্রাপ্ত বয়সে মোটরসাইকেল দেয়ায় তাদের এই করুণ পরিণতি হলো। বিষয়টি খুবই কষ্টকর। অভিভাবকদের এ বিষয়ে সতর্ক হওয়া জরুরি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, ঘটনাটি জানার পর খোঁজখবর নেয়া হয়েছে। তবে নিহতদের পরিবার থানায় কোনো অভিযোগ করেনি।

স্বাআলো/এসএ

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

অপহৃত ব্যবসায়ী শিবু বণিককে উদ্ধার, আটক ৫

পটুয়াখালীর বাউফলের কালাইয়া বন্দরে ডাকাতির পর অপহৃত বিশিষ্ট ব্যবসায়ী...

চিরনিদ্রায় শায়িত হলেন প্রবীর মিত্র

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা প্রবীর মিত্র ওরফে হাসান ইমামের...

চাঁদাবাজির অডিও ক্লিপ ফাঁস, যুবদল নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি, নোয়াখালী: চাঁদাবাজির অডিও ক্লিপ ফাঁস হওয়ায় নোয়াখালীর...

এনআইডি সেবা নিশ্চিতে কর্মকর্তাদের যে নির্দেশনা দিলো কমিশন

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবার...