ঢাকা অফিস: বাড়ির পাশেই বৃষ্টির পানিতে জমা গর্তের পানিতে ডুবে পাঁচ বছর বয়সী ইয়াসিন হোসেন ও তিন বছর বয়সী হাফিজ নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
রবিবার (২৪ মার্চ) ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের খাতরা গ্রামে এ ঘটনা ঘটে।
ইয়াসিন ও হাফিজ ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের খাতরা গ্রামের আব্দুল মালেকের ছেলে। তিনি পরিবার নিয়ে একটি ভাড়া বাড়িতে থেকে ইটভাঙার কাজ করতেন।
মেঘনা নদীতে ট্রলারডুবি: উদ্ধার ১২, নিহত ১
স্থানীয়রা জানান, শনিবার রাতে বৃষ্টিতে বাড়ির পাশের একটি গর্তে পানি জমেছিলো। রবিবার বিকেলে ওই দুই শিশু খেলতে বের হন। এ সময় হাফিজ ওই গর্তে পড়ে যায়। এরপর হাফিজকে বাঁচাতে ইয়াসিন এগিয়ে আসলে সেও গর্তের পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা খবর পেয়ে দুই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে।
শিশুদের বাবা আব্দুল মালেক বলেন, খেলার সময় ছোট ছেলে হাফিজ গর্তে পড়ে যায়। পরে তাকে বাঁচাতে বড় ছেলে এগিয়ে গেলে সেও ওই গর্তের পানিতে ডুবে মারা গেছে। এটা বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) সুজন সিকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহত দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
স্বাআলো/এস