বাগেরহাটের মোংলায় মারধরে নিহত ভ্যানচালক আলআমিন হত্যা মামলার আসামি হেলাল ভূইয়াকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ভোরে মোল্লারহাট থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
আলআমিন স্থানীয় পৌর রাজ্জাক সড়কের বাসিন্দা।
মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষারের নেতৃত্বে মোংলা থানার ওসি (তদন্ত) বিধান কুমার বিশ্বাস ও মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামানসহ পুলিশের একটি দল আসামি হেলাল ভূইয়াকে আটক করে।
মোংলা থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুসফিকুর রহমান তুষার।
এরআগে বুধবার (২৬ অক্টোবর) দুপুরে মামারঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ রোডে যাত্রী নিয়ে যাওয়ার সময় আলআমিনের ভ্যানে হেলাল ভূইয়ার শরীরে ধাক্কা লাগা নিয়ে তর্কা তর্কি হয়। একপর্যায়ে আলআমিনকে ভ্যান থেকে নামিয়ে কিলঘুষি মারতে থাকে হেলাল ভূইয়া। পরে জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়লে হত্যাকারী হেলাল ভূইয়া নিজেই ভ্যানচালক আলআমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিয়ে পালিয়ে যায়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, ভ্যানচালক আল আমিনকে মৃত নিয়ে আসা হয়।
এ ঘটনায় নিহত আলআমিনের স্ত্রী লাখি বেগম বাদী হয়ে মোংলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
স্বাআলো/এসএ