যশোরে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

যশোরে নির্মাণাধীন ভবনের পাঁচতলা থেকে পড়ে মোহাম্মদ আলাল (৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) সদর উপজেলার খড়কি আপন মোড় এলাকার একটি নির্মাণাধীন ভবনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলাল যশোর সদর উপজেলার চাঙ্গুটিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, খড়কি আপন মোড় এলাকার আসাদের নির্মাণাধীন পাঁচতলা ভবনে রড বাঁধাইয়ের কাজ করছিলেন আলাল। কাজ করার সময় অসাবধানতাবশত তিনি হঠাৎ পঞ্চম তলা থেকে নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন।

গাঁজা নিয়ে বিরোধ: যশোরে বন্ধুকে কুপিয়ে জখম

দুর্ঘটনার পরপরই সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আলালকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি থানা পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা হিসেবেই মনে করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্বাআলো/এস