যশোরে চুরিতে বাধা দেয়ায় হত্যার হুমকি, থানায় অভিযোগ

যশোরে গাছ কাটা ও ফল চুরি করতে বাধা দেয়ায় জমির মালিককে হত্যার হুমকির দেয়ার ঘটনায় এক দম্পতির বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়া হয়েছে।

সোমবার রাতে সদর উপজেলার বসুন্দিয়া গ্রামের শাহিন আক্তার কোতোয়ালি থানায় এই অভিযোগ করেছেন।

অভিযুক্ত একই গ্রামের রুহুল মোল্যা ও তার স্ত্রী টুম্পা বেগম।

অভিযোগে শাহিন আক্তার জানিয়েছেন, সদর উপজেলার বসুন্দিয়া বাঁশতলা এলাকায় তার স্ত্রী মুসলিমা খাতুনের নামে ৩৮ শতক জমি ক্রয় করেন। ওই জমিতে জোর করে বসবাসকারী রুহুল মোল্যা দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রকার গাছ ও ফল চুরি নিয়ে আসছিলো। বিষয়টি জানতে পেরে ৪ ডিসেম্বর দুপুর ১২টার দিকে ওই জমিতে গিয়ে গাছ ও ফল চুরির বিষয়টি বুঝতে পারেন। এসময় গাছ ও ফল কেনো চুরি করা হচ্ছে রুহুল মোল্যার কাছে জানতে চান। এতে ক্ষীপ্ত হয়ে রুহুল ও তার স্ত্রী ঘর থেকে গাছি দা এনে শাহিন আক্তারকে হত্যার চেষ্টা করে। পরে শাহিন আক্তারের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে তাকে হত্যার হুমকি দেয়া হয়। এই ঘটনায় সোমবার রাতে কোতোয়ালি থানায় অভিযোগ দিয়েছেন শাহিন আক্তার।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বিএসপির সাহিত্য সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর এর ২৪৫...

ফের পরীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন রাজের

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের...

বেনাপোল কাস্টমসের অভিযানে অবৈধ পণ্যর ট্রাক আটক

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল বন্দরের ৩৫ নম্বর...

কুয়াশায় নিরাপদে গাড়ি চালাতে ৪ নির্দেশনা

ঘন কুয়াশার কারণে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। এ অবস্থায়...