ঝিকরগাছার লাউজানী রেলক্রসিং যেনো মরণফাঁদ!

যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা লাউজানী রেলক্রসিং যানবাহন চলাচলে মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। দ্রুত সড়কটি সংস্কারের দাবি তুলেছেন এলাকাবাসী।

যশোর-বেনাপোল মহাসড়ক দিয়ে ঢাকা-বেনাপোল, ঢাকা-সাতক্ষীরা, খুলনা-বেনাপোল যাত্রী-মালবাহী বাস, ট্রাকসহ নিত্যপ্রয়োজনীয় হাজার হাজার যানবাহন প্রতিদিন চলাচল করে।

বেশ কয়েক বছর পূর্বে এই মহাসড়কটি সংস্কার করা হলেও সেটা আবারো মরণফাঁদে পরিণত হয়েছে বিশেষ করে ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের লাউজানীর বিপজ্জনক রেলক্রসিং এলাকা।

যশোর-বেনাপোল মহাসড়কের দুই পাশেই বিভিন্ন স্থানে বিটুমিনের কার্পেটিং উঠে ও বসে গিয়ে ছোট বড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে বেনাপোল ও ভোমরা স্থলবন্দরের পণ্যবাহী ট্রাক এবং যাত্রীবাহী বাস অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করছে। সড়কের বেশি নাজুক ওই অংশটুকু পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসগুলো প্রায় দূর্ঘটনার সম্মুখীন হচ্ছে।

বর্তমানে সড়কটির পুলেরহাটের কিছু অংশ ও লাউজানী রেলক্রসিং এলাকা যান চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে।

এক ট্রাকের চালক বলেন, এই সড়কের উপর দিয়ে ট্রাক নিয়ে চলাচলের ফলে নষ্ট হচ্ছে ট্রাকের যন্ত্রপাতি। তা ছাড়া ট্রাক চালানোর সময় মনের মধ্যে সর্বদা ভয় বিরাজ করতে হয় কখন না জানি গাড়ি পাল্টি খায়। রাস্তাজুড়ে খানাখন্দ। চলাচলে খুবই সমস্যা হচ্ছে। কয়েক দিন আগে রাস্তার মধ্যে ৪০ হাজার টাকা দামের একটি টায়ার ফেটে যায়। গাড়ির স্টিয়ারিং ভেঙে যাচ্ছে। ঝাঁকুনিতে গিয়ার-বক্সের যন্ত্রপাতি খুলে যাচ্ছে। দ্রুত রাস্তা ঠিক না করলে গাড়ি চালানো হয়তো বন্ধ করে দিতে হবে।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভুপালী সরকার বলেন, রাস্তা ভাঙ্গার বিষয়ে জেলা প্রশাসক স্যারের মাধ্যমে সংশ্লিষ্ট দফতরকে অবগত করা হয়েছে। দ্রুত সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বৃষ্টির নিখোঁজের চারদিন পর লাশ মিললো বাগেরহাটে

জেলা প্রতিনিধি, নড়াইল: নিখোঁজের চারদিন পর বাগেরহাট থেকে নড়াইল...

পাসপোর্টে থাকছে না পুলিশ ভেরিফিকেশন

পাসপোর্ট ইস্যু ও নবায়নের ক্ষেত্রে থাকছে না পুলিশ ভেরিফিকেশন।মঙ্গলবার...

খুলনায় গৃহবধু ও বৃদ্ধের লাশ উদ্ধার

খুলনার খালিশপুর থানা এলাকায় মারিয়া সুলতানা নামের এক গৃহবধূ...

জানুয়ারিতে সড়কে ঝরেছে ৬০৮ প্রাণ

বছরের প্রথম মাস জানুয়ারিতে সারাদেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৬২১টি।...