জেলা প্রতিনিধি, পটুযাখালী: সৎ, শিক্ষিত, উদীয়মান, তরুণ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করুন, এই শ্লোগান সামনে রেখে পটুয়াখালীর দুমকিতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মেহেদী হাসান মিজান ইশতেহার ঘোষণা করেছেন।
পটুয়াখালীতে ঘূর্ণিঝড় `রেমাল’ মোকাবেলায় ৭০৩টি সাইক্লোন শেল্টার প্রস্তুত
রবিবার(২৬ মে) উপজেলার পাগলার মোড় দ্বি-বিরতি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে স্মার্ট, উন্নত, মানবিক দুমকি গড়ার লক্ষে ১৯ দফা ইশতেহার ঘোষণা করেন তিনি।
ইশতেহারে মেহেদী হাসান মিজান বিশেষ অঙ্গিকার করে বলেন, তিনি নির্বাচিত হলে স্মার্ট বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে তরুণ ও যুবকদের গড়তে বিশেষ উদ্যোগ, নারীদের প্রশিক্ষণ, বিনামূল্যে বন্ধুচুলা সরবরাহ, পয়:নিস্কাশন ব্যবস্থা, খাল খনন, তরুনদের উচ্চশিক্ষা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, মাল্টিমিডিয়া ক্লাসরুম, নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা, শিক্ষা, স্বাহ্য, কৃষি, ব্যবসাখাতে বিশেষ নজর, মাছ চাষে আধুনিক প্রশিক্ষণ, উপজেলা সকল মাটির রাস্তা পাকাকরণ, ব্রিজ কালভার্ট, ইঈগাহ, কবরস্থান, শ্মশান, ফায়ার স্টেশন, পার্ক, খেলার মাঠ, কমিউনিটি সেন্টার, পাবলিক টয়লেট, বাসস্ট্যান্ড নির্মাণ সংস্কারসহ দরিদ্র অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রবীণদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে।
পটুয়াখালী উপজেলা নির্বাচন উপলক্ষে ঊঠান বৈঠক
এছাড়াও তিনি ঘোষণা দেন নির্বাচিত হলে উপজেলার সকল বরাদ্দ জনগণের নিকট উম্মুক্ত করে দেয়া হবে।
স্বাআলো/এস