সাতক্ষীরায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাঁড়ি ও কড়াই ভর্তি রান্না করা হরিণের মাংস উদ্ধার করেছে পশ্চিম বন বিভাগ মরাগাং বন টহল ফাঁড়ির সদস্যরা।
শুক্রবার (১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে অভিযান পরিচালনা করা হয়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মরাগাং টহলফাঁড়ির ইনচার্জ (ওসি) সোলাইমান হোসেনের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবন সংলগ্ন মরাগাং গ্রামে মাহমুদুল হাসানের বাড়িতে অভিযান চালায়। এসময় রান্না করা ১০ কেজি হরিণের মাংস ও ৫০টি হরিণ শিকারের ফাঁদসহ হরিণের নাড়িভুড়ি উদ্ধার করে আভিযানিক দলটি।
তবে বনবিভাগের উপস্থিতি আগাম টের পেয়ে দলবল নিয়ে মাহমুদুল হাসান দ্রুত পালিয়ে যায়। তিনি ওই গ্রামে নজরুল ইসলাম গাজীর ছেলে।
এসিএফ এ কে এম ইকবাল হোসেন চৌধুরী বলেন, সংঘবদ্ধ শিকারীর দল হরিণের মাংস রান্না করে ভুড়িভোজের খবর টের পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে হরিণের রান্না করা মাংসসহ অন্যান্য মালপত্র উদ্ধার করা হয়।
এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে। আসামিদের আটকের চেষ্টা অব্যহত আছে তিনি জানান।
স্বাআলো/এসএ