Uncategorized

শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করার দাবি

| October 14, 2023

সর্বজনীন, বিজ্ঞানভিত্তিক, একই ধারার, বৈষম্যহীন ও গণতান্ত্রিক শিক্ষাব্যবস্থা চালুর দাবি জানিয়েছে বিজ্ঞান আন্দোলন মঞ্চ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

মাগুরা জেলা শাখার উদ্যোগে শহীদ সৈয়দ আতর আলী গণগ্রন্থগার মিলনায়তনে শনিবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিজ্ঞান আন্দোলন মঞ্চ কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী শম্পা বসু।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাকিম বিশ্বাস, নাজির আহমেদ কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ, মাগুরা ডিইউ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক এটিএম আনিসুর রহমান, মাগুরা রেডিয়েন্ট স্কুলের পরিচালক শরীফ তেহরান টুটুল প্রমুখ।

সভা পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মাগুরা জেলা শাখার সংগঠক গোলাম পারভেজ।

আলোচনা সভা থেকে শিক্ষাক্ষেত্রে সকল বৈষম্য দূর করে শিক্ষার অধিকার রক্ষার দাবিতে ছাত্র, শিক্ষক, অভিভাবকদের ঐক্যবদ্ধ লড়াইয়ের আহবান জানান হয়। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্বাআলো/এসএস

Shadhin Alo

Leave a Reply