জাতীয়

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় কোনো দেশে গণতন্ত্রের উন্নতি হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

| October 12, 2023

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় কোনো দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় উন্নতি হয়েছে জানতে চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমোন।

তিনি বলেন, এ বিষয়ে (যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় কোনো দেশের গণতন্ত্র উন্নত হয়েছে কি-না) আমার জানা নেই। যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দেবে না, এটিও জানা নেই। যুক্তরাষ্ট্রের সঙ্গে অনেক আলোচনা হয়েছে। তবে তা থেকে বলা যাচ্ছে না, তারা আর কোনো নিষেধাজ্ঞা দেবে কিনা।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে সাপ্তাহিক সংবাদ সম্মেলন আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে কথা বলেন। এ সময়ে মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, নাইজেরিয়া বা হাঙ্গেরিতে নিষেধাজ্ঞা দিয়ে কোনো সফলতা এসেছে? নিষেধাজ্ঞা দিয়ে কোনো দেশে গণতন্ত্রের উন্নতি করা গেছে এই বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে আমি জানতে চেয়েছিলাম। তারা জানিয়েছে গণতন্ত্র উন্নয়ন হয়েছে, তার কোনো প্রমাণ তাদের কাছে নেই।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply