খুলনা বিভাগ

খুলনা বিভাগে ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছাড়ালো, যশোরে ১৬

| November 7, 2023

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগটিতে মৃতের সংখ্যা ১০০ ছাড়ালো। এর মধ্যে যশোরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাগেরহাট ও কুষ্টিয়ায় একজন করে মোট দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৫৭ জন ডেঙ্গু রোগী।

চলতি বছরে বিভাগে ১০২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩৪, যশোরে ১৬, কুষ্টিয়ায় ১৯, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আট, ঝিনাইদহে ৯, খুলনা জেলার অন্যান্য হাসপাতালে দুই, মাগুরায় ছয়, নড়াইলে পাঁচ, সাতক্ষীরায় এক ও বাগেরহাটের দুইজন মারা গেছেন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মনজুরুল মুরশীদ বলেন, গত বছরের চেয়ে চলতি বছরে খু্লনায় ডেঙ্গু প্রকোপ বেশি। এবার আক্রান্ত এবং মৃতের সংখ্যা অনেক বেশি। বিভাগে গত বছরের চেয়ে কয়েকগুণ বেশি রোগীর মৃত্যু হয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply