Uncategorized

খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু

| October 25, 2023

খুলনায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, নড়াইল জেলার লোহাগড়া উপজেলার পদ্মবিল এলাকার কমলা (৩২) ও বাগেরহাট সদর উপজেলার শাহীন (৬৫)।

বুধবার (২৫ অক্টোবর) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডাক্তার সুহাষ রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ জনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে সর্বমোট দুই হাজার ৭১০ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ জন রোগী। বর্তমানে হাসপাতালে ২৮৬ জন রোগী ভর্তি রয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply