সম্পাদকীয়

শীত বিপর্যয়ের সাথে ডেঙ্গুর হানা

| February 1, 2024

সম্পাদকীয়: দেশে শীতের সাথে দেখা দিয়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। চলতি বছরের জানুয়ারি মাস জুড়েই ছিলো তীব্র শীত। আগে শীতকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা না থাকলেও এবছর ব্যতিক্রম।

চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক হাজার ৫৫ জন। এদের মধ্যে মারা গেছেন ১৪ জন।

৩১ জানুয়ারি স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শীতেও ডেঙ্গুর প্রকোপ, এক মাসে ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু

স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু প্রতিরোধে সচেতসতামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে গ্রামাঞ্চলে স্বাস্থ্য-সহকারীর মাধ্যমে চিহ্নিত করা যেতে পারে। এছাড়া ব্যাপক প্রচার চালাতে হবে। এর মাধ্যমে মানুষকে সচেতন করে তুলতে হবে। একই সঙ্গে সবারই ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে। কারণ যারা এখনো প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করেননি, তাদের জন্য ডেঙ্গু ঝুঁকিপূর্ণ। সবার স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন স্বাস্থ্যবিদরা।

এ ঘাতক ব্যাধি আবারো মহামারীতে রূপ নিলে দেশের জন্য তা হতে পারে বিপর্যয়কর। নতুন করে বিশেষ করে মহামারীর ধাক্কায় বিপুল সংখ্যক মানুষ ইতোমধ্যে দারিদ্র্যসীমায় পৌঁছেছে। মূল্যস্ফীতিসহ নানা কারণে সংখ্যাগরিষ্ঠ মানুষ সঙ্কটাপন্ন অবস্থায় আছেন। এ সময় আরেকটি মহামারীর ধকল সহ্য করা একেবারে অসম্ভব হবে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply