জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রমজানের বাজারসহনীয় রাখতে জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঠালতলায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১২ মার্চ) ঔ এলাকায় ভ্রাম্যমান এ তদারকি পরিচালিত হয়।
এসময় কেউ তরমুজের মুল্য কারসাজি ও অতিরিক্ত মুনাফা করতে না পারে সে জন্য আড়তদারদের বিক্রয়ের সময় সাথে সাথেই ভাউচার প্রদান ও ভাউচারের কার্বনকপি সংরক্ষণের নির্দেশনা দেয়া হয় এবং পিচ হিসেবে কিনে কেউ যেন খুচরা কেজি হিসেবে বিক্রয় না করে সে ব্যাপারেও সতর্ক করা হয়। কোন অনিয়ম পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরবর্তীতে বেশ কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান ও কসমেটিকস প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় মেসার্স রমজান স্টোর নামক প্রতিষ্ঠানে তদারকিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করা ও মেয়াদ মুল্যবিহীন পণ্য বিক্রয় করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক রমজান আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৩৮ ধারায় ২,০০০/- টাকা, মেসার্স শাপলা স্টোর নামক প্রতিষ্ঠানে তদারকিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করা ও র্যাকে মেয়াদ উত্তীর্ণ পণ্য রেখে বিক্রয় করাসহ অন্যান্য অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মাসুদুর রহমানকে ৩৮ ও ৫১ ধারায় ৫,০০০/- টাকা, মেসার্স কে এস কসমেটিকস এর মালিক কলিমউদ্দিনকে নকল ভেজাল কসমেটিকস বিক্রয়ের অপরাধে ৪১ ধারায় ৩,০০০/- টাকা জরিমানা করা হয়।
অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে ১০,০০০/- টাকা জরিমানা করা হয়।
চুয়াডাঙ্গায় কেরু এন্ড কোম্পানির বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান
এসময় সব ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সবাইকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয় বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মুল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়। সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।
স্বাআলো/এস