নিজস্ব প্রতিবেদক: খুলনা বিভাগীয় সরকারিকৃত মাধ্যমিক সহকারি শিক্ষক পরিষদে এস এম ফারুক আহমেদ সভাপতি ও আশীষ কুমার সরকার সাধারণ সম্পাদক হয়েছেন।
শনিবার (৯ মার্চ) যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩১ সদস্য বিশিষ্ট বিভাগীয় কমিটি গঠন করা হয়।
সভাপতি এস এম ফারুক আহমেদ যশোরের নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও সাধারণ সম্পাদক আশীষ কুমার সরকার খুলনার দৌলতপুরের মুহসিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক।
বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি ছিলেন সরকারিকৃত মাধ্যমিক সহকারি শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি সিদ্দিক আহমেদ।
খুলনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাহমুদ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নব-নির্বাচিত খুলনা বিভাগীয় সভাপতি এস এম ফারুক আহমেদ, নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আশীষ কুমার সরকার, সহকারি শিক্ষক নাজমুল হোসেন, ইমরান হোসেন, মতিয়ার রহমান, শাহিনুল আলম ও রবিউল হোসেন।
সমাবেশ থেকে বক্তারা সহকারি শিক্ষকদের পদোন্নতি, চাকুরী স্থায়ীকরণ, বেসরকারি আমলের গ্রেড স্থায়ীকরণ ও বদলি বাস্তবায়নের দাবি করেন।
স্বাআলো/এসআর