নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা শ্রমিকলীগের শ্রম ও কল্যাণবিষয়ক সম্পাদক সেলিম রেজা পান্নু ও শহর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মাহমুদুল হাসান সুমনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।
পুলিশের দাবি, রবিবার (২৩ ফেব্রুয়ারি) রেলগেট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) তাদেরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ জানায়, গত ৪ আগস্ট বিএনপি পার্টি অফিসের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার সাথে এই দুইজনের জড়িত থাকার প্রমাণ রয়েছে। তাদেরকে এ মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
স্বাআলো/এস