ঢাকা

ছিনতাইয়ের অভিযোগে আটক ৩

| June 20, 2024

ঢাকা অফিস: রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে আটক করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ। আটকেরা হলেন– রায়হান, মিরাজ ও তরিকুল ওরফে আতিকুল।

বৃহস্পতিবার (২০ জুন) ডিএমপির উত্তরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মির্জা সালাহ্উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (১৯ জুন) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুরে রাস্তা পার হওয়ার সময় হনুফা আক্তার বিথী নামে এক নারীকে পেছন দিক থেকে টান দিয়ে মোবাইল ফোন কেড়ে নেয়। অপর ছিনতাইকারী তার মোবাইলটি নিয়ে পালিয়ে যায়। তার চিৎকার শুনে পথচারীরা এগিয়ে এসে তিন ছিনতাইকারীকে আটক করে। পরে টহলরত পুলিশ সেখানে গিয়ে ছিনতাইকারীদের হেফাজতে নেয়। এ ঘটনায় ভিকটিম বিথীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা হয়েছে।

পলাতক ছিনতাইকারীকে আটক ও মোবাইল ফোনটি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা। আটকদের উত্তরা পশ্চিম থানায় করা মামলায় আদালতে পাঠানো হয়েছে।

স্বাআলো/এস

Debu Mallick