ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় নারী, পুরুষ, শিশুসহ ৪৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শনিবার (৩০ নভেম্বর) দুপুরে ওই উপজেলার সীমান্তের মাটিলা, খোশালপুর, পলিয়ানপুর, বাঘাডাঙ্গা, শ্যামকুড় ও লড়াইঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
মহেশপুর বিজিবি ৫৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল শাহ আজিজুস শহীদ জানান, আটককৃত ব্যক্তিদের মধ্যে ১২ জন নারী, ১৯ জন পুরুষ এবং ১৬ জন শিশু রয়েছে। আটক ব্যক্তিরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। আটকরা দালালের সাহায্য নিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করেছিল। গত ২৪ ঘণ্টায় সীমান্তে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে বিজিবি। আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
গত ৫ আগস্ট থেকে ৩০ নভেম্বর পর্যন্ত মোট ৯৩৩ জনকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা। এর মধ্যে ৮৮৫ জন বাংলাদেশি, ২৮ জন ভারতীয়, ২০ জন রোহিঙ্গা, সাবেক এমপি, সাবেক মন্ত্রী ও জেল পলাতক আসামি রয়েছেন বলে জানা গেছে।
স্বাআলো/এস